আলমডাঙ্গা অফিস : গতকাল আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউনিয়ন ভিত্তিক বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) এর উদ্বোধন করা হয়েছে। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার স্নাগ্ধা দাস’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান কেএম মঞ্জিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুম বিল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা খাতুন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেহানা পারভীন, শিক্ষা অফিসার ইমরুল হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জেহাদী জুলফিকার টুটুলসহ এলাকার ক্রীড়া ব্যক্তিত্বরা। উদ্বোধনী দিনে ২টি খেলা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা বিটিম ফুটবল মাঠে বিকেল ৩টায় শুরু হওয়া দিনের ১ম খেলায় আইলহাস ইউনিয়ন একাদশ বাড়াদী ইউনিয়ন একাদশকে ২-০ গোলে পরাজিত করে। বিকেল ৫টায় শুরু হওয়া দিনের ২য় খেলায় নাগদাহ ইউনিয়ন বেলগাছী ইউনিয়নকে ১-০ গোলে পরাজিত করে।