Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ঝিকরগাছায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

এখন সময়: বুধবার, ৯ জুলাই , ২০২৫, ০৮:০২:০২ পিএম

 ঝিকরগাছা প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব ১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে ঝিকরগাছা বিএম হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় হাজিরবাগ ইউনিয়ন একাদশকে ১-০ গোলে পরাজিত করে চাম্পিয়ন হয়েছে গদখালী ইউনিয়ন একাদশ। গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা. মো. তৌহিদুজ্জামান তুহিন। এর আগে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের কিছুটা পরে খেলা শুরু হয়। প্রথমার্ধের খেলায় ৩৪ মিনিটে ম্যাচের জয়সূচক একমাত্র গোল করেন গদখালী একাদশের ১০ নাম্বার জার্সি পরিহিত মেহেদী হাসান। দ্বিতীয়ার্ধে আর কোন গোল না হওয়ায় চাম্পিয়ন হয় গদখালী একাদশ। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ও পুরস্কার তুলে দেন সংসদ সদস্য ডা. মো. তৌহিদুজ্জামান তুহিন। অনুষ্ঠানে চাম্পিয়ন এবং রানার্সআপ দলের খেলোয়াড়দের ব্যক্তিগত তহবিল থেকে ১০ হাজার টাকা পুরস্কার দেন সংসদ সদস্য। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) নারায়ন চন্দ্র পালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএম মামুনুর রশীদ, থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া, পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন সুলতানা, পৌরসভার প্যানেল মেয়র একরামুল হক খোকন, ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, হাজিরবাগ ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, গদখালী ইউপি চেয়ারম্যান প্রিন্স আহম্মেদ প্রমূখ। ফাইনাল খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ এবং সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান গদখালী ইউনিয়ন একাদশের মেহেদী হাসান। প্লেয়ার অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন হাজিরবাগ ইউনিয়ন একাদশের ফয়সাল আহমেদ। ম্যাচ পরিচালনা করেন হাবীবুর রহমান, বশির আহমেদ, মিজানুর রহমান, হাসানুজ্জামান হাসান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)