Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কাবাডি খেলায় নড়াইল সদর থানা পুলিশ চ্যাম্পিয়ন

এখন সময়: সোমবার, ২০ জানুয়ারি , ২০২৫, ০৭:৫৩:১৯ এম

ফরহাদ খান, নড়াইল : বাংলাদেশ জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৪ প্রতিযোগিতায় নারী ও পুরুষ উভয় গ্রুপে জেলা পর্যায়ে নড়াইল সদর থানা পুলিশ চ্যাম্পিয়ন হয়েছে। বুধবার (৯ জুলাই) বিকেলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। এদিকে, পুরুষ গ্রুপে লোহাগড়া থানা পুলিশ ও নারী গ্রুপে নড়াগাতী থানা পুলিশ রানার্সআপ হয়েছে। জেলা পর্যায়ে বিজয়ী দল বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করবে। নড়াইল জেলা পুলিশের আয়োজনে, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনা ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নড়াইল সদর, লোহাগড়া, কালিয়া ও নড়াগাতী থানা পুলিশের চারটি পুরুষ দল এবং নারী গ্রুপে নড়াইল ও নড়াগাতী থানা পুলিশের দু’টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতার উদ্বোধন করেন-অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন-জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি পুলিশ সুপার মেহেদী হাসান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আয়ুব খান বুলু, অতিরিক্ত সাধারণ সম্পাদক কৃষ্ণপদ দাস, যুগ্মসাধারণ সম্পাদক সৈয়দ তরিকুল ইসলাম শান্ত, সদর থানার ওসি সাইফুল ইসলাম, জেলা বিশেষ শাখার পরিদর্শক মীর শরিফুল হক, জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক ছাব্বিরুল আলম, সাইবার ক্রাইম সেলের পরিদর্শক শাহ দারা খান, ট্রাফিক পুলিশের পরিদর্শক কাজী হাসানুজ্জামান, আর আই পুলিশ লাইন্সের পরিদর্শক আবুল হুসাইনসহ অনেকে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)