নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধের স্বপক্ষের চিকিৎসকদের সংগঠন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) -এর যশোর জেলা শাখার প্রথম সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ডা. ফয়সাল কাদির শাওন। তিনি শক্তিশালী অবস্থানে রয়েছেন। এই ডা. শাওন বীর মুক্তিযোদ্ধার সন্তান, বিএনপি সরকারের আমলে নির্যাতিত, খুলনা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের প্রাক্তন আহবায়ক ও ইন্টার্ন চিকিৎসক পরিষদ, খুমেকহা’র সাবেক সভাপতি। তিনি বর্তমানে যশোর মেডিকেল কলেজ ও হাসপাতালের এনেস্থিসিয়া বিভাগে কর্মরত আছেন। চিকিৎসক সমাজের বাইরেও সাধারণ মানুষ এবং মেডিকেল শিক্ষার্থীদের মাঝেও সদালাপী এই চিকিৎসক অত্যন্ত জনপ্রিয়। যশোরের বেশ কয়েকজন জ্যেষ্ঠ চিকিৎসক নেতৃবৃন্দ সংবাদ মাধ্যমকে জানান, যশোর জেলা স্বাচিপের কার্যক্রমে গতি আনতে ও বজায় রাখতে ডা. শাওনের মতো তরুণ ও সাহসী মানুষকেই নেতৃত্বে প্রয়োজন। আগামী ১৩ জুলাই সম্মেলন। শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে যশোর ছাড়াও খুলনা বিভাগের ৮টি জেলার (মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ,নড়াইল, সাতক্ষীরা ও বাগেরহাট) স্বাচিপ-পন্থী চিকিৎসকবৃন্দ উপস্থিত থাকবেন। মহান মুক্তিযুদ্ধের ৮ নং সেক্টরের ফিল্ড কমান্ডার বাবার বড় সন্তান ডা: শাওন বাংলাদেশ ভিশন ২০৪১ রুপকল্পের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার সংকল্পে নিবেদিতপ্রাণ এবং বঙ্গবন্ধুর একজন আদর্শিক, অগ্রগামী সৈনিক হিসেবে নিরন্তর সেবা দিয়ে যাচ্ছেন এবং ভবিষ্যতেও দিয়ে যাবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।