কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত রোকেয়া মনসুর মহিলা কলেজের প্রতিষ্ঠাতা সাবেক বস্ত্রমন্ত্রী অ্যাডভোকেট এম মনসুর আলী এবং তার সহধর্মিনী বেগম রোকেয়া মনসুর এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা ১ টায় কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট এম মনসুর আলীর ছেলে, কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ। দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ও পরিচালনা পর্ষদের শিক্ষক প্রতিনিধি নিয়াজ কওছার তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট এম মনসুর আলীর পুত্রবধূ সেতারা নাসরিন নিশি, প্রতিষ্ঠাতার সহোদর পরিচালনা পর্ষদের সদস্য মো. শামছুর রহমান, পরিচালনা পর্ষদের সদস্য শেখ সাইফুল বারী, শেখ নাজমুল হোসেন, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান শ.ম মমতাজুর রহমান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায়। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাতাদের রূহের মাগফিরাত কামনা, কলেজের উত্তরোত্তর সম্মৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন কলেজের ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মোশাররফ হোসাইন চৌধুরী। এ সময় কলেজের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষক, কর্মচারি ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।