Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

জীবননগরে বিএনপি নেতা ডাবলুর মৃত্যুতে তদন্ত কমিটি গঠন

এখন সময়: বুধবার, ১৪ জানুয়ারি , ২০২৬, ০১:১৫:৩৯ এম

জীবননগর প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগরে যৌথ বাহিনীর অভিযানে আটক হওয়ার পর জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর ঘটনায় ক্যাম্প কমান্ডারসহ অভিযানে অংশ নেয়া সব সেনা সদস্যকে সেনানিবাসে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে ঘটনার সঠিক কারণ উদঘাটনে একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। জেলা বিএনপির অভিযোগ, আটকের পর অতিরিক্ত নির্যাতনের কারণেই শামসুজ্জামান ডাবলুর মৃত্যু হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের জানানো হয়েছে-জিজ্ঞাসাবাদের সময় তিনি অসুস্থ হয়ে মারা যান। স্থানীয় সাংবাদিকদের তথ্যমতে, সোমবার রাতে সেনাবাহিনীর একটি দল জীবননগরে অভিযান চালিয়ে শামসুজ্জামান ডাবলুকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করে। পরে তাঁকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরপরই বিএনপি নেতাকর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ করেন। আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে যৌথ বাহিনী একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি ফার্মেসি থেকে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে শামসুজ্জামান ওরফে ডাবলু (৫০)–কে আটক করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ওই ফার্মেসি থেকে একটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযান শেষে আটক ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। পরবর্তীতে আনুমানিক রাত ১২টা ২৫ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তদন্তে দোষী সাব্যস্ত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে এমনটাই জানিয়েছেন ঘটনাস্থলে উপস্থিত চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও চুয়াডাঙ্গা পুলিশ সুপার মহাদয়। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে অভিযোগ করে বলেন, অস্ত্র উদ্ধারের নামে শামসুজ্জামান ডাবলুকে ধরে নিয়ে অমানুষিক নির্যাতন চালানো হয়েছে, যা দেশের মানুষের কাছে কখনোই গ্রহণযোগ্য নয়। তিনি এ ঘটনায় সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা করেন। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) ঘটনাটির নিন্দা জানিয়ে শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার দাবি জানিয়েছে। সংস্থাটি বলেছে, মৃত্যুর কারণ যাই হোক না কেন, সেনাবাহিনীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের গুরুত্ব দিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া উচিত।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)