অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে নওয়াপাড়া সফট টাচ ক্লাবের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার শাহী মোড়ে সফট টাচ ক্লাবের পরিচালক বায়েজিদ হোসেনের উদ্যোগে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয় মাঠে এ ম্যাচের আয়োজন করা হয়। এই ম্যাচে উপজেলার শাহী মোড় রেল লাইনের পূর্বপাড়া ফুটবল একাদশ ও পশ্চিমপাড়া ফুটবল একাদশ অংশ গ্রহণ করে। খেলায় পশ্চিমপাড়া ফুটবল একাদশ ৬-১ গোলে পূর্বপাড়া ফুটবল একাদশকে পরাজিত করে। খেলার প্রথমার্ধে পশ্চিমপাড়া ফুটবল একাদশ একটা গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের প্রথমদিকে পুর্বপাড়া ফুটবল একাদশ একটি গোল করে ১-১ গোলে খেলায় সমতা ফিরিয়ে আনে। মাঝামাঝি সময়ে আর একটি গোল করে পশ্চিম পাড়া ফুটবল একাদশ ২-১ গোলে এগিয়ে যায়। পরপরই আরো একটি গোল করে ৩-১ গোলে এগিয়ে থাকে। শেষ দিকে পরপর আরো ৩ টি গোল করে পশ্চিমপাড়া ফুটবল একাদশ ৬-১ গোলে জয় লাভ করে। খেলা শেষে উভয়দলের খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়। খেলাটি পরিচালনা করেন আয়ুব আলী।