বাগেরহাট প্রতিনিধি : মোংলা বন্দরে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেছেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান। সোমবার ” করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে খরা সহনশীলতা” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বন্দর চত্বরে একটি আমের চারা রোপনের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মোহাম্মদ কিবরিয়া হক, সদস্য (হারবার ও মেরিন) কাজী আবেদ হোসেন সদস্য (অর্থ) ড. এ কে এম আনিসুর রহমান সদস্য (প্রকৌশলী ও উন্নয়ন) মোঃ নুরুজ্জামান পরিচালক (প্রশাসন)সহ বন্দর কতৃপক্ষের বিভাগীয় প্রধানগন, সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এ অনুষ্ঠানে বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান বলেন, বন্দরের অবস্থান উপকুলীয় এলাকায় হওয়ায় ঘুর্ণিঝড়, জলোচ্ছাস মোকাবেলা করেই আমাদের চলতে হবে। তাই গাছ লাগানোর কোনো বিকল্প নেই। এ কর্মসূচির মাধ্যমে বন্দর চত্তরে ৫ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানো হবে বলে জানান বন্দরের উপ পরিচালক জনসংযোগ মোঃ মাকরুজ্জামান।