Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সাতক্ষীরায় চিকিৎসক আখিঁর মৃত্যুতে শিক্ষার্থীদের বিক্ষোভ, অবস্থান কর্মসূচি

এখন সময়: রবিবার, ১৫ সেপ্টেম্বর , ২০২৪, ১০:২৪:৪৮ এম

সাতক্ষীরা প্রতিনিধি : ইন্টার্ণ চিকিৎসক অপরাজিতা রায় আখিঁর আত্নহত্যায় প্ররোচিত করার প্রতিবাদে দ্বিতীয় দিনের ন্যায় ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে সাতক্ষীরা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সোমবার সকাল থেকে মেডিকেল কলেজের একাডেমিক ভবনের নিচতলায় তারা এ কর্মসূচি পালন করেন। আন্দোলনরত শিক্ষার্থীরা এ সময় অপরাজিতা রায় আখির শ^শুর সাতক্ষীরা মেডিকেল কলেজের গাইনী বিভাগের অধ্যাপক ডা. শংকর প্রসাদ বিশ্বাসকে আগামী তিনদিনের মধ্যে বদলির জোর দাবী জানান। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজের ৫ম বর্ষের শিক্ষার্থী রায়হান কবির, সামিয়ান বিন ইমু, , প্রিস্ন সাহা, আলিফুল ইসলাম দ্বীপসহ অন্যান্যরা। আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন শিক্ষার্থী অপরাজিতা রায় আঁখি গত কয়েক মাস আগে ডা. শংকর প্রসাদ বিশ্বাসের ছেলে ডা. রাহুল দেব বিশ্বাসের সাথে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু বিয়ের পর থেকে আখিঁর স্বামীর সংসারে মানসিক নির্যাতনের কারণে তাদের দাম্পত্য জীবন দুর্বিসহ হয়ে ওঠে। যার কারণে তিনি গত কয়েকদিন দিন তার বাবার বাড়ি যশোর জেলার অভয়নগরে চলে যান। একপর্যায়ে গত ১৩ জুলাই বাবার বাড়িতে আত্মহত্যা করেন তিনি। এখবর ছড়িয়ে পড়লে রবিবার থেকে বিক্ষুব্ধ মেডিকেল শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধসহ নানা কর্মসুচি পালন করে আসছে। এ সময় তারা অভিযোগ করে বলেন, আখিঁর স্বামী রাহুল দেবসহ তার পরিবারের লোকজন তাকে কৌশলে আত্নহত্যায় প্ররোচনা করে এটিকে ভিন্নখাতে প্রচারের চেষ্টা করছেন। তারা আরো বলেন, আখিঁ মৃত্যুর আগে তার বিভিন্ন সুইসাইড নোট থেকে জানা গেছে তাকে তার শ^শুর বাড়ির লোকজন মানসিকভাবে টর্চারসহ আত্নহত্যায় প্ররোচনা করেছেন। এ সময় শিক্ষার্থীরা আত্মহত্যায় প্ররোচনাকারীদের শাস্তিসহ সাতক্ষীরা মেডিকেল কলেজের গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. শঙ্কর প্রসাদের এখান থেকে বদলির জোর দাবি জানান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)