তাহ্ মিনা নিশা
সেই সময়টা, ছিল খুব ভালো
এখন সবই মেকি
চকচকে সাঁজ,কপালেতে ভাঁজ
চারিদিকে যত দেখি।
কারো দুঃখেই কাঁদে না তো কেউ
নিজকে নিয়ে ব্যস্ত,
নিজেরই প্রাণ,করেছে সে দান
যন্ত্র মাঝে ন্যস্ত।
মোবাইল,অনলাইন রাজ্যে
রোবট যেন সবই,
যান্ত্রিক জীবন মানিয়ে নিয়ে
কবিতা লেখেন কবি।