Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মহেশপুরে ফসলি জমি থেকে বালু তোলায় ক্ষতিগ্রস্ত চাষিরা

এখন সময়: বুধবার, ১১ সেপ্টেম্বর , ২০২৪, ০৯:৫৩:২৯ এম

অসীম মোদক, মহেশপুর : ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পুকুর খননের নামে ফসলি জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। স্থানীয় একটি প্রভাবশালী সিন্ডিকেট বালু তুলে ফসলি জমিতে পাহাড় সমান উঁচু স্তুপ করছে। এতে পাশের জমিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। উপজেলা ও জেলা প্রশাসনের কাছে অভিযোগ করেও কোনো সুরাহা মিলছে না। সরজমিনে দেখা যায়, উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের মোহাম্মদপুর শ্রীপুর গ্রামের মাঠে কাদেরের ফসলি জমির মাঝখানে বসানো হয়েছে ড্রেজার মেশিন। সেখান থেকে মেশিনের মাধ্যমে বালু তুলছে ক্ষমতাসীন দলের স্থানীয় নেতা নয়ন ও জুয়েল। বালু পাহাড় সমান উঁচু করে রাখা হচ্ছে পাশের আরেকটি জমিতে। এতে আশপাশের অন্যান্য জমির আইল ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হচ্ছে। অন্যান্য আবাদি জমি নষ্ট হচ্ছে। এতে কৃষকরা দুশ্চিন্তায় পড়েছেন। স্থানীয় কৃষক আবু বকর অভিযোগ বলেন, নয়ন ও জুয়েলের বিরুদ্ধে ভয়ে গ্রামের কেউ কথা বলতে সাহস পায় না। কথা বলতে গেলে হাত-পা ভেঙে দেয়ার হুমকি দেয়। আরেক কৃষক লালমিয়া বলেন, মাঠের মাঝখান থেকে কাদেরের জমিতে ড্রেজার মেশিন বসিয়ে বালু তুলে আমাদের জমি ক্ষতির মুখে ফেলছে। আমরা চেয়ারম্যান ও ভুমি অফিসের নায়েবকে জানিয়ে ছিলাম। কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি। নয়ন বলেন, সবার সাথে কমবেশি মিলমিশ করে বালুর ব্যবসা করছি। স্থানীয় ইউপি সদস্য মুজিবুর রহমান জানান, বালু উত্তলন বন্ধে একধিকবার অভিযোগ করেও কোনো লাভ হয়নি। উল্টো শত্রু হতে হয়েছে। ইউনিয়ন ভূমি কর্মকর্তা কবির হোসেন জানান, এর আগে একবার বালু তোলা বন্ধ করে দেয়া হয়েছিলো। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ শাওন জানান, আগে একবার বালু তোলা বন্ধ করা হয়েছিল। এবার তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)