Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒‘কিরে আশরাফুল ভালো হলি না, আনারের মতো কি ডরিনের লাশটাও কিমা কিমা করতে চাস’

এমপি আনার কন্যা ডরিন ও মেয়রকে হত্যার হুমকি

এখন সময়: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল , ২০২৫, ০৬:৪৭:৪৬ পিএম

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: বাবার লাশের খণ্ডিত অংশের ডিএনএ টেস্টের জন্য ভারতে যাবার প্রস্তুতি নিচ্ছে, ঠিক সে মুহূর্তে এমপি আজিম কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন ও ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলমকে হত্যার হুমকি দেয়া হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টা ২৯ মিনিটে পাপপু আইডি থেকে ডরিনের ইমোতে ওই হুমকির মেসেজ দেয়া হয়। মেসেজে উল্লেখ করেছে, কিরে আশরাফুল ভালো হলি না, আনারের মতো কি ডরিনের লাশটাও কিমা কিমা করতে চাস। তুইও ভালো হয়ে যা, আর ডরিনকেও ভালো হয়ে যেতে ক, না হইলে দু’জনের লাশ কিমা কিমা করে ফেলামু, বাদ যাবে না কিন্তু। ম্যাসেজের সাথে পিস্তলের একটি ছবিও পাঠিয়েছে। বিকেল ৩ টার পর ওই মেসেজটি ডরিন তার ফেসবুক আইডিতে পোস্ট করেছেন। হুমকি বার্তার এমন মেসেজটি দেখার পর ডরিন তার ফেসবুক আইডিতে লিখেছে, কি বোঝাতে চাচ্ছে তারা ? আমি আমার বাবার বিচার ও জড়িতদের ফাঁসি চাই। কোন আসামি যেন বাংলার মাটি থেকে জামিন বা বের না হতে পারে সেটি মমতাময়ী মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিআকর্ষণ করতে চাই। সেই সাথে আইন ও বিচার, স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়সহ ডিবির হস্তক্ষেপ কামনা করছি। যারা এ হত্যার হুমকি দিয়েছে অবিলম্বে তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার দাবি জানাচ্ছি। কে বা কার অনুসারী এ হুমকি দিয়েছে, আমি তাদের বিচার ও শাস্তি থেকে একপা পিছু হটবো না। ডরিন তার আইডিতে আরো লিখেছে, জেলা ও উপজেলাসহ যেখানে গোটা বিশ্বের মানুষ তিন তিনবার নির্বাচিত এমপি হত্যার ঘটনা শুনেছে। আসামিরা জেলহাজতে রয়েছে। দুই দেশে তদন্ত চলছে। আমিসহ পরিবার ডিএনএ টেস্ট করতে কোলকাতাতে যাবো। সেই সময় ইমোর মাধ্যমে হুমকি দিয়ে আমাদের কি বোঝাতে চায় তারা। আমার মোটেও ভয় বা ভীতি বা হারানোর কিছু নেই। সাহস থাকলে বাবার কাছে পাঠিয়ে দিন। তবে দেশের সরকার ও দল এবং আইন শৃঙ্খলা বাহিনী ঠিকই খুজে পাবে আপনি কার বা কোন নেতার অনুসারি। এ ঘটনার পর ডরিন প্রশাসনকে মোবাইলের মেসেজ বার্তাটি প্রেরনসহ ডিবি প্রধান হারুন অর রশিদ সাহেবকে অবহিত করেছেন। এছাড়াও বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইন ও বিচার মন্ত্রীসহ সকলের কাছে দ্রত বাবা হত্যার বিচার ও যারা আমাদের হুমকি দিয়েছে তাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)