Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

প্রেসক্লাব যশোরের নির্বাচনে পুনরায় সভাপতি টুকুন ও সম্পাদক তৌহিদুর

এখন সময়: সোমবার, ২০ জানুয়ারি , ২০২৫, ০৮:৪১:২৪ এম

নিজস্ব প্রতিবেদক : প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক পদে এস এম তৌহিদুর রহমান পুনরায় নির্বাচিত হয়েছেন। শনিবার উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে বিজয়ী জাহিদ হাসান টুকুন পেয়েছেন ৬৩ ভোট। এই পদে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ফারাজী আহমেদ সাঈদ বুলবুল পেয়েছেন ২২ ভোট। সহসভাপতির দুটি পদের বিপরীতে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ৪৬ ভোট পেয়ে ওহাবুজ্জামান ঝন্টু ও ৩৯ ভোট পেয়ে শেখ দিনু আহমেদ বিজয়ী হন। এ পদে অপর ২ প্রার্থী শেখ আব্দুল্লাহ হুসাইন ৩৫ ভোট ও সৈয়দ শাহাবুদ্দিন আলম পান ৩৪ ভোট। সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান ৪৮ ভোট পেয়ে টানা দ্বিতীয়বার জয়ী হয়েছেন। অপর প্রার্থী আহসান কবীর বাবু পেয়েছেন ৩৮ ভোট। কোষাধ্যক্ষ পদে ৪৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন জাহিদ আহমেদ লিটন। অপর প্রার্থী হাবিবুর রহমান রিপন পেয়েছেন ৩৮ ভোট। দফতর সম্পাদক পদে আবদুল কাদের ৪৫ ভোট পেয়ে জয়লাভ করেন। এ পদে একমাত্র প্রতিদ্বন্দ্বী তহীদ মনি পেয়েছেন ৩৭ ভোট। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ৫৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন দেওয়ান মোর্শেদ আলম। অপর প্রার্থী মনিরুজ্জামান মুনির পান ২৮ ভোট। এ ছাড়া ৬টি নির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন শহিদ জয় (৬১ ভোট), হাবিবুর রহমান মিলন (৫৫ ভোট), সফিক সায়ীদ (৫২ ভোট), সাইফুর রহমান সাইফ (৪৯ ভোট), শিকদার খালিদ (৪৬ ভোট) এবং আব্দুল ওয়াহাব মুকুল (৪৫ ভোট)। এ ছাড়া এহসান-উদ-দৌলা মিথুন (৪৪ ভোট) এবং মোকাদ্দেছুর রহমান রকি (৩৯ ভোট) পেয়েছেন। এদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ চলে। পরে ভোট গণনা করে ফল প্রকাশ করে নির্বাচন কমিশন। এ নির্বাচনে ১৩ পদের বিপরীতে মোট ২২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ৮৬ জনের সকলে ভোটাধিকার প্রয়োগ করেন। যুগ্ম সম্পাদকের ২টি পদে এএইচএম জাহিদুল কবীর মিল্টন ও কাজী আশরাফুল আজাদ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সাংবাদিক ইউনিয়ন যশোরের অভিনন্দন প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে বিজয়ী সকল নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে সংগঠনের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদ নির্বাচনে বিজয়ী সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমানসহ সকল বিজয়ী নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রেসক্লাব যশোরের নির্বাচিত এ কমিটি আগামীতে যশোরের সকল পেশাদার সাংবাদিকদের মর্যাদা সুরক্ষার পাশাপাশি তাদের স্বার্থ সংরক্ষণে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে সাংবাদিক ইউনিয়ন যশোর প্রত্যাশা করে। রাজগঞ্জ প্রেসক্লাবের অভিনন্দন প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক পদে এসএম তৌহিদুর রহমানসহ বিজয়ী অন্যদের অভিনন্দন জানিয়েছেন রাজগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। ক্লাবের সভাপতি এসএম রবিউল ইসলাম সহসভাপতি মাস্টার নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক বিল্লাল হোসেন, কোষাধ্যক্ষ মফিজুর রহমান, প্রচার সম্পাদক উত্তম চক্রবর্তী, আইসিটি ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহিনুর রহমান, নির্বাহী সদস্য নিরঞ্জন চক্রবর্তী, হাবিবুর রহমান সোহাগ ও সিরাজুল ইসলাম তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)