নিজস্ব প্রতিবেদক: চাঁদা না দেয়ায় বাড়িতে হামলা চালিয়ে মারপিট ও লুটপাটের ঘটনায় যশোর আদালতে ৪ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। মঙ্গলবার উপশহর ১ নম্বর সেক্টরের একটি ভাড়া বাড়ির বাসিন্দা মোহাম্মদ আলী জিন্নাহ’র স্ত্রী রোজিনা বেগম মামলাটি করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগের তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।
আসামিরা হলো, শহরের ঘোপ জেলরোড বেলতলা এলাকার বাদলের ছেলে রাসেল, বৌবাজার এলাকার কালুর ছেলে আরিফ, সদরের কিসমত রাজাপুর গ্রামের মৃত আফজারের চেলে বিল্লাল ও ঝিনাইদহ কালীগঞ্জের তেঘরিহুদা গ্রামের মৃত সন্তোষের ছেলে কোমল।
মামলার অভিযোগে জানা গেছে, চলতি মাসের প্রথম দিকে আসামিরা আলী জিন্নাহ’র কাছে ৫ লাখ টাকা চাঁদা চায়। তিনি চাঁদার টাকা দিতে না চাইলে আসামিরা ক্ষতি করতে ষড়যন্ত্র শুরু করে। এর মধ্যে গত ১৫ জুলাই আসামিরা আলী জিন্নাহ’র ভাড়া বাড়িতে চড়াও হয়। এ সময় তাকে না পেয়ে তার স্ত্রীকে মারপিট ও ঘরের আসবাবপত্র ভাঙচুর, গহনা ও নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে কর্তৃপক্ষের পরামর্শে তিনি আদালতে মামলা করেন।