মিলন কুমার দে, কেশবপুর (পৌর) ঃ কেশবপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক) ফাইনাল খেলায় ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর শহরের পাবলিক ময়দানে ওই ফাইনাল খেলার আয়োজন করা হয়। খেলায় ত্রিমোহিনী ইউনিয়ন ফুটবল একাদশ ১-০ গোলের ব্যবধানে কেশবপুর সদর ইউনিয়ন ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি তুহিন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খেলায় উভয় দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন যশোর-৬ কেশবপুর আসনের সংসদ সদস্য আজিজুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া ইকবাল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয় সাহা, অতিরিক্ত সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান, ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দীন আলা। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু। কেশবপুরের ১১টি ইউনিয়ন ও পৌরসভা নিয়ে মোট ১২টি দলের মধ্যে এ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।