বিল্লাল হোসেনঃ যশোরে পঙ্গু সেবা কেন্দ্রে ডা. নজরুল ইসলামের ত্রুটিপূর্ণ অপারেশনে রসুল ওরফে রাসেল ( ৩৬) নামে এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার সকাল ১০ টা ১০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অপারেশনের আগে ডা. নজরুল নিজেই রোগীকে ‘অ্যানেস্থেসিয়া’ দেন। রাসেল যশোর সদর উপজেলার হাশিমপুর গ্রামের তরফদার পাড়ার সিরাজুল ইসলামের ছেলে। এই ঘটনায় মৃতের স্বজনেরা ক্ষুব্ধ হয়ে হট্টগোল করেন।
স্বজনেরা জানিয়েছেন, রাসেল দীর্ঘদিন ধরে প্রবাসে (মালয়েশিয়া) ছিলেন। কয়েকমাস আগে সেখানে একটি দুর্ঘটনায় তার উরুর হাড় ভেঙে যায়। কিছু দিন আগে অসুস্থ অবস্থায় তিনি দেশে ফিরে আসেন। গত ২৯ জুলাই রাসেলকে যশোর শহরের জেল রোডে অবস্থিত পঙ্গু সেবা কেন্দ্রে আনা হয়। প্রতিষ্ঠানটির মালিক ডা. নজরুল ইসলাম রোগীকে দেখে অপারেশনের পরামর্শ দেন। সেই পরামর্শ অনুযায়ী ৩০ জুলাই বিকেলে রাসেলকে পঙ্গু সেবায় ভর্তি করা হয়।
স্বজনেরা আরও জানায়, রাত ২টার পর নজরুল ইসলাম রোগীকে অপারেশন কক্ষে নেন। অপারেশন শেষ করেন ভোর ৪ টার দিকে। অপারেশনের পর থেকে রাসেলের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। বিষয়টি ক্লিনিক কর্তৃপক্ষকে জানানো হলে বলা হয় সমস্যা নেই ঠিক হয়ে যাবে। এরপর সকাল পৌনে ১০টার দিকে রোগীর অবস্থা গুরুতর হয়। পরে ১০টা ১০ মিনিটে মারা যান রাসেল।
তার মৃত্যুর পর স্বজনেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। সেখানে ব্যাপক হট্টগোল করেন তারা। অবস্থা বেগতিক বুঝতে পেরে ডা. নজরুল ইসলাম গা ঢাকা দেন।
মৃতের স্বজনরা জানান, ডা. নজরুল ইসলামের ত্রুটিপূর্ণ অপারেশনে রাসেলের মৃত্যু হয়েছে। অপারেশনের আগে তিনি (ডা. নজরুল) নিজেই রোগীকে ‘অ্যানেস্থেসিয়া’ দেন।
মৃতের স্ত্রী জানান, তার স্বামীকে সুস্থ অবস্থায় পঙ্গু সেবায় ভর্তি করা হয়। কখনো ভাবতে পারিনি তার লাশ নিয়ে বাড়ি ফিরতে হবে। কান্নায় ভেঙে পড়েন তিনি। স্বামীর মৃত্যুর জন্য তিনি ডা. নজরুল ইসলামকে দায়ী করেছেন।
এই বিষয়ে ডা. নজরুল ইসলাম জানান, অপারেশনে কোনো ত্রুটি ছিলো না। সফল অপারেশনের পর তাকে বেডে পাঠানো হয়। হাসপাতালের এত টাকা বিল পরিশোধ করবেন কীভাবে এমন চিন্তায় রোগী হার্ট অ্যাটাকে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। রোগীর মৃত্যুর পর স্বজনরা হট্টগোল করে অপারেশনের বিলও দেননি।
আপনি নিজেই রোগীকে ‘অ্যানেস্থেসিয়া’ দিলেন কিভাবে প্রশ্নে জানান, ‘অ্যানেস্থেসিয়ার’ ওপর তার কোর্স করা আছে।
যশোরের সিভিল সার্জন মাহমুদুল হাসান জানিয়েছেন, পঙ্গু সেবা কেন্দ্রে ত্রুটিপূর্ণ অস্ত্রোপচারে রোগীর মৃত্যুর খবর জানা ছিল না। ঘটনাটি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।