Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ছাত্র আন্দোলনে শহিদদের রক্তের ঋণ জাতি কখনো ভুলবে না : গোলাম রসুল

এখন সময়: বুধবার, ২ জুলাই , ২০২৫, ১০:০৭:৩২ এম

 

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর যশোরের জেলা আমির অধ্যাপক গোলাম রসুল বলেছেন, জুলাই বিপ্লবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদরা এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আত্মত্যাগ করেছেন। তাঁদের এই রক্তের ঋণ জাতি কখনো ভুলবে না। আমরা বৈষম্যহীন ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাব। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ছিল এদেশের ছাত্র জনতার। শহিদের রক্ত যাতে বৃথা যেতে না পারে সেজন্যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার  লক্ষ্যে সবার একসাথে কাজ করে যেতে হবে। মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রথম বার্ষিকীর আলোচনা ও দোওয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার বিকেলে জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, যশোর জেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি বেলাল হুসাইন, অধ্যাপক গোলাম কুদ্দুস, অধ্যাপক মনিরুল ইসলাম, প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস, অফিস সেক্রেটারি নুর-ই-আলা নুর মামুন, জেলা শিক্ষা সম্পাদক অধ্যাপক আবুল হাশিম রেজা, যশোর শহর শাখার আমির অধ্যাপক শামসুজ্জামান, পেশাজীবী থানার সভাপতি খন্দকার রশিদুজ্জামান রতন, ইসলামী ছাত্রশিবিরের পশ্চিম জেলা সভাপতি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

আলোচনা শেষে শহিদদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে জেলা আমির দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)