বাঘারপাড়া (পৌর) প্রতিনিধি : বাঘারপাড়ার আলোচিত ইউপি সদস্য জামদিয়া ইউনিয়নের অভিজিত সরকার (অনুপের) বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। আগামী ৫ আগস্ট সকাল ১১টায় সমাজ সেবা অফিসার নিজ দপ্তরে দুই পক্ষের (অভিযুক্ত ও অভিযোগকারী) শুনানী করা হবে। এদিন উপজেলা সমাজসেবা অফিসার তদন্তের জন্য অবহিতকরণ চিঠির মাধ্যমে স্বাক্ষী প্রমাণাদীসহ উভয়কে যথাসময়ে হাজির থাকতে অনুরোধ করা করেছেন।
অসহায় মানুষের টাকা আত্মসাৎ, পুকুরের মাছ চুরি ও অর্থের বিনিময়ে বিভিন্ন ভাতার কার্ড করে দেওয়াসহ বিভিন্ন অভিযোগ অভিযুক্ত করে উপজেলা নির্বাহী অফিসারে দপ্তরে লিখিত অভিযোগ দেন জামদিয়া ইউনিয়নের মৃত মনোজ সিং এর ছেলে জয়ন্ত সিং। অভিযোগের ভিত্তিতে এবং ভূক্তভোগী পরিবারের সাথে কথা বলে গত ১০ জুলাই একাধিক স্থানীয় প্রত্রিকায় মেম্বারের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়। এরই জের ধরে ১০ জুলাই উপজেলা নির্বাহী অফিসার সমাজসেবা অফিসার আশরাফুল আলমকে দায়িত্ব দিয়ে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। ৩১ জুলাই দুই পক্ষকে তদন্ত সংশ্লিষ্ট বিষয় অবহিত করতে চিঠি দিয়েছেন সমাজসেবা অফিসার। চিঠিতে আগামী ৫ আগস্ট সকাল ১১ টায় সাক্ষী প্রমাণাদীসহ উপজেলা সমাজসেবা দপ্তরে হাজির হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
এছাড়াও, ইউপি সদস্য অভিজিত সরকার (অনুপ) বাকড়ী গ্রামের সুরঞ্জন বিশ্বাসের নামে বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার শর্তে টাকা দাবী করেন। টাকা দিতে দেরি হওয়ায় সুরঞ্জনের ছেলেকে মারপিট করেন অভিজিত। দোগাছি গ্রামের গোপাল বিশ্বাসের পুকুর থেকে মাছ চুরি করে ধরা পড়েন তিনি। প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেননি এলাকাবাসী। এছাড়াও নিজেও মাদক সেবন করার বলে অভিযোগ রয়েছে এ ইউপি সদস্যের বিরুদ্ধে। জনপ্রতিনিধি হওয়ার সুবাদে এলাকায় ত্রাস সৃষ্টি করেছেন। ভয়ে তার বিরুদ্ধে কেউ কিছু বলতে সাহস পায় না। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এ ইউপি সদস্যের অপসারণও দাবি করা হয়েছে অভিযোগ পত্রে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি সাংবাদিকদের জানান,‘জয়ন্ত সিংয়ের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে’।