কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব-১৭ এর ফাইনালে নিয়ামতপুর ইউনিয়ন ফুটবল দল চ্যাম্পিয়ন হয়েছে। বৃহস্পতিবার বিকালে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে তারা ১ - ০ গোলে কাষ্টভাঙ্গা ইউনিয়ন ফুটবল দলকে পরাজিত করে। খেলা শেষে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শিবলী নোমানী। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভিন। এ টুর্নামেন্টে কালীগঞ্জ পৌরসভা ও ১১ টি ইউনিয়নসহ মোট ১২ টি দল অংশগ্রহন করে।
এদিন সকালে অনুষ্ঠিত টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল ম্যাচে কাষ্টভাঙ্গা ও নিয়ামতপুর ইউনিয়ন ফুটবল দল জয়ী হয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। এরপর বিকাল ৪ টায় উভয় দলই মাঠে নামার পর রেফারীর বাঁশিতে বল গড়াই মাঠে। প্রথমার্ধে নিয়ামতপুর একাদশ ১ - ০ গোলে এগিয়ে থাকে। দ্বিতীয়ার্ধে কাষ্টভাঙ্গা দল গোল পরিশোধ করতে না পারায় নিয়ামতপুর একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলাতে নিয়ামতপুর দলের রাব্বি ম্যান অব দি ম্যাচ ও কাষ্টভাঙ্গা দলের গোলরক্ষক টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়। রেফারির দায়িত্বে ছিলেন মোমিনুল হক খোকা, আব্দুর রাজ্জাক ও খায়রুল ইসলাম।
শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক অজিত ভট্টাচার্ষ্য, ফায়ার সার্ভিস কর্মকর্তা শেখ মামুনুর রশিদ, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ^াস, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ও কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, ইউপি চেয়ারম্যান রাজু আহম্মেদ রনি লস্কর, নাসির চৌধুরী, আলাউদ্দিন আল আজাদ, ক্রীড়া ফেডারেশনের কর্মকর্তা মুকুল হোসেন, নুরুল ইসলাম, মনোয়ার হোসেন ওয়াসিম, আশরাফুজ্জামান রাবুল ও উপজেলা দপ্তরের কর্মকর্তাগন। খেলার ধারাভাষ্যে ছিলেন মোস্তফা ইবনে মাসুদ ও ইউনুচ আলী।