Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালীগঞ্জে আন্দোলনকারী ৫ শিক্ষার্থীকে আটকের পর মুচলেকায় মুক্তি

এখন সময়: বুধবার, ১১ সেপ্টেম্বর , ২০২৪, ০৮:৫৩:৪৮ এম

 

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলের প্রস্তুতির সময় ৫ শিক্ষার্থীকে আটকের পর মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ। রাত সাড়ে ৭টার দিকে অভিভাবকদের হাতে তাদের ফিরিয়ে দেয়া হয় তাদের। শুক্রবার বিকেলে শহরের সরকারি এম ইউ কলেজ রোড থেকে মিছিলের প্রস্তুতি নেবার  সময় তাদের আটক করা হয়। এর পরপরই শিক্ষার্থীরা শহরের মেইন বাসস্ট্যান্ডে প্রতিবাদ ও ছাত্রদের মুক্তির দাবিতে বিক্ষোভ করতে থাকেন।

বিক্ষোভে অংশ নেয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ^বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আব্দুল হামিদ বলেন, বিকেলে শিক্ষার্থীরা কলেজের পাশে জড়ো হয়ে শান্তিপূর্ণ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলো। এ সময় পুলিশ এসে আকস্মিক ভাবে শিক্ষার্থীদের ওপর চড়াও হয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। কয়েকজন ছাত্রকে আটক করে থানায় নিয়ে যায়। এর পরপরই শিক্ষার্থীরা পুলিশের হাতে আটকদের মুক্তির দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করে ও আল্টিমেটাম দেয়। এরপর রাতে আটক ওই ছাত্রদের ছেড়ে দেয়া হয়।

কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আবু আজিফ জানান, বিকেলে শিক্ষার্থীরা মিছিল বের করেছিল। নাশকতা হতে পারে এ আশঙ্কায় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছাত্রদের বাধা দেয়। এ সময় ছাত্ররা উত্তেজিত হওয়াতে কয়েকজনকে ধরে থানায় নিয়ে আসা হয়। তিনি বলেন, আটকরা সবাই ছাত্র ও পরীক্ষার্থী হওয়ায় মানবিক বিবেচনায় তাদেরকে অভিভাবকদের হাতে ফিরিয়ে দেয়া হয়েছে। 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)