কেশবপুর প্রতিনিধি : কেশবপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী অধ্যাপক মুক্তার আলী নির্বাচনী গণসংযোগ করেছেন।
তিনি বুধবার দিনভর কেশবপুর পৌরসভার ওয়ার্ডের বিভিন্ন অঞ্চলে নির্বাচন উপলক্ষে গণসংযোগ করেছেন। তিনি ফজরের নামাজের পরে পৌর শহরের কেন্দ্রীয় জামে মসজিদের আগত মুসল্লীদের উদ্দেশ্য সংক্ষিপ্ত আলোচনা করেন। এরপর দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পৌর সভার ১ নম্বর কেশবপুর ওয়াডের সাহাপাড়া এলাকা, ৩ নং ওয়াডের বায়সা, সাবদিয়া, ৬ নং ওয়ার্ডের বাজিতপুর, সরফরাজ এলাকায় গণসংযোগ করেছেন। অধ্যাপক মুক্তার আলী এসময়ে ভোটারের বাড়িতে বাড়িতে গিয়ে ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময়ে করে তার জন্য দাঁড়িপাল্লায় ভোট প্রার্থনা করেছেন। গণসংযোগ কালে তাঁর সাথে ছিলেন পৌর জামায়াতের আমীর অধ্যাপক জাকির হোসেন, সেক্রেটারী সিরাজুল ইসলাম, এনসিপির সমন্বয়ক মোঃ সম্রাট হোসেন, সাংবাদিক সিরাজুল ইসলাম, জামায়াতের প্রবীণ নেতা মাষ্টার আব্দুল গফুর, মাহবুবুর রহমান, জামায়াতে ইসলামীর ও ইসলামি ছাত্র শিবিরের একঝাঁক উদীয়মান তরুণ ছাত্র-জনতা।