নিজস্ব প্রতিবেদক : যশোর-৩ আসনের ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে প্রচারণায় নেমেছেন বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। বুধবার দিনভর তিনি শহরের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে প্রার্থীর ব্যক্তিগত ইমেজ ও যশোর উন্নয়নে প্রার্থীর ভাবনা ও সম্ভাবনার চিত্র তুলে ধরেন।
সকাল ৮ টায় যশোর শহরের বেজপাড়া শ্রীধর পুকুর পাড় এলাকায় বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহিদ হাসান টুকুন। তিনি বিগত ৫ আগস্ট পরবর্তী প্রেক্ষাপট স্মরণ করিয়ে দিয়ে বলেন- ৫ আগস্টের পর কঠিন সময়ে অনিন্দ্য ইসলাম অমিত যেভাবে আপনাদের অতন্দ্র প্রহরী হয়ে পাহারা দিয়েছেন, আগামীতেও তিনি আপনাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবেন। ইনশাআল্লাহ, তিনি পাস করবেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা চাই আপনারা ঐক্যবদ্ধ হয়ে তাকে বিপুল ভোটে বিজয়ী করবেন।”
তিনি অনিন্দ্য ইসলাম অমিতের উচ্চশিক্ষা ও মার্জিত নেতৃত্বের কথা তুলে ধরে সকলকে ধানের শীষে ভোট দেওয়ার অনুরোধ জানান। সভায় উপস্থিত ছিলেন মিলন কুমার নন্দী, অ্যাডভোকেট চিরন্তন মল্লিক, শম্ভু কুমার মজুমদার, নিখিল কুমার দে, সুনীল কুমার মন্ডল, মনিন্দ্র নাথ বসু, অপু বসু, অ্যাডভোকেট প্রশান্ত দেবনাথ এবং যশোর জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মিলন সেখ আপনসহ স্থানীয় সুধীজন।
অপরদিকে, বিকেল ৪টায় মুন্সি মেহেরুল্লাহ সড়কের একটি অডিটোরিয়ামে শতাধিক নারী উদ্যোক্তাদের সাথেও মতবিনিময় সভা করেন জাহিদ হাসান টুকুন। সেখানে তিনি প্রার্থীর আধুনিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে বলেন, যশোরের নারী উদ্যোক্তাদের ভাগ্য উন্নয়নে অনিন্দ্য ইসলাম অমিতের বিকল্প নেই। পরে তিনি এলাকাবাসীর মাঝে ধানের শীষ প্রতিকের লিফলেট বিতরণ করেন।