কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রোববার বিকালে কোটচাঁদপুরে জামায়াত-বিএনপি লাঠি মিছিল করেছে। বিকাল ৩টার দিকে শহরের মেইন বাসস্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়। বিক্ষোভকারীরা মিছিল থেকে প্রধানমন্ত্রীর পদত্যাগ ও ছাত্র হত্যার বিচার চেয়ে স্লোগান দেয়। মিছিলটি শহর প্রদিক্ষণকালে ২নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়, উপজেলা আওয়ামী লীগের কার্যালয়, পৌর যুবলীগের কার্যালয় ও মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ব্যাপক ভাঙচুর করে আসবাবপত্র জড়ো করে আগুন ধরিয়ে দেয়। এছাড়া শহরের বিভিন্ন সড়কে টাঙানো আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানার, ফেস্টুন ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে শহর জনশূন্য হয়ে পড়ে।