Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালীগঞ্জে আইনশৃংখলা বিশেষ সভা

এখন সময়: বুধবার, ১১ সেপ্টেম্বর , ২০২৪, ০৮:৪৪:৪৯ এম

 

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: দেশের চলমান পরিস্থিতি নিয়ন্ত্রন ও উত্তরণে কালীগঞ্জে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আবু আজিফ, উপজেলা বিএনপির আহবায়ক মাহবুবুর রহমান, যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদ, ইলিয়াস রহমান মিঠু, সাইদুল ইসলাম, তবিবর রহমান মিনি, আবুল কালাম আজাদ, পৌর বিএনপির আহবায়ক আতিয়ার রহমান, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম তোতা, জামায়াতের উপজেলা নায়েবে আমীর মাও. আবু তালেব, উপজেলা আমীর মাও. ওলিয়ার রহমান, ইসলামী ঐক্য জোটের মাও. ওসমান গনী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাও. সোলাইমান হোসেন, দৈনিক নবচিত্রের প্রধান সম্পাদক আলহাজ শহিদুল ইসলাম, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, সম্পাদক হাবিব ওসমান, রিপোর্টাস ইউনিটির সম্পাদক শাহরিয়ার আলম সোহাগ, উপজেলা প্রেসক্লাবের সম্পাদক নয়ন খন্দকার, পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি আসাদুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম ইন্তা, সাংগঠনিক জহুরুল হক বিপ্লব, সহ-সাংগঠনিক হুমায়ুন কবির সোহাগ, ফায়ার সার্ভিস কর্মকর্তা শেখ মামুনুর রশিদ, উপজেলা আনছার ভিডিপি অফিসার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উজ্জল অধিকারী ও যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সকলে একাত্মতা প্রকাশ করেন। এ ছাড়াও সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি তিথি রানী ভদ্রসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দরা  উপস্থিত ছিলেন। সভা শেষে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের সংগ্রামে নিহত ছাত্র জনতা পুলিশের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)