মাগুরা প্রতিনিধি : মাগুরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সময় নিহত জেলা জাতীয়তাবাদী ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বীসহ অন্যান্য ছাত্রদের হত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে মঙ্গলবার দুপুরে মাগুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ চত্বর থেকে শিক্ষার্থীরা রাব্বীসহ অন্যান্য শিক্ষার্থীদের হত্যার বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কলেজ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন, শফিকুল ইসলাম শফিক, টিপু সুলতান, আলী মির্জা, জুবায়ের হিরক, ফয়সাল সাঈদ প্রমুখ।
সমাবেশে যেসব সন্ত্রাসীদের হাতে রাব্বীসহ অন্যান্য যারা নিহত হয়েছে অবিলম্বে তাদের গ্রেফতার ও আইনের আওতায় এনে বিচারের দাবি জানান বক্তারা।