নিজস্ব প্রতিবেদক : যশোর সখিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা এসএসসি পরীক্ষা-২০২৪ সালে বৃত্তির ফলাফলে ব্যাপক সাফল্য অর্জন করেছে। এ স্কুল থেকে ১০ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৬ জন ও সাধারণ গ্রেডে ৪ জন রয়েছে।
ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ৬ শিক্ষার্থী মাহিয়া মাসুম তারানা, তাসনিম রহমান সাইমা, সাবিহা রেজা রোহিনী, তৈয়েবা সুলতানা অনন্যা, শর্মিলা ইয়াসমিন অনন্যা ও খায়রুন্নাহার হাবিবা এবং সাধারণ গ্রেডে বৃত্তি পাওয়া ৪ শিক্ষার্থী তাসনিম নাহার নাজিফা, আফরোজা সুলতানা আমরিন, তাসফিয়া তাসনীম অপি ও সুরাইয়া ইয়াসমিন ঐশী স্কুলের সুনাম অক্ষুন্ন রেখেছে। স্কুলের সকলের পক্ষ থেকে প্রধান শিক্ষক রওশন আরা ছবি বৃত্তি প্রাপ্ত ছাত্রীদের প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন। সেই সাথে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।