Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ভুয়া নার্স নির্মূলে ইবনেসিনা কুইন্স ও মডার্ণ হসপিটালে অভিযান

এখন সময়: বুধবার, ১১ সেপ্টেম্বর , ২০২৪, ১২:৩৪:৩০ পিএম

 

নিজস্ব প্রতিবেদক: যশোরে বেসররকারি হাসপাতাল-ক্লিনিক থেকে ভুয়া নার্স ও মিডওয়াইফারি নির্মূলে অভিযান অব্যাহত রয়েছে। সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসানের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগের টিম বুধবার দ্বিতীয় দিন শহরের ইবনেসিনা, কুইন্স ও মডার্ণ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে। সেখানে দায়িত্বরত নার্সরা ডিগ্রিধারী কিনা কাগজপত্র যাচাই-বাচাই করা হয়।

সিভিল সার্জন অফিস জানিয়েছে, অভিযান টিমে ছিলেন সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, মেডিকেল অফিসার ডা. রেহনেওয়াজ রনি, ডা. রওশন আরা লিজা,  ইসরাইল হোসেন, যশোর নার্সিং এন্ড মিডওয়াইফারি কলেজের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী বিপ্লব আলী, খন্দকার হাসিব, সুরাইয়া বিনতে আনোয়ার  ওরফে শান্তা প্রমুখ।

ডা. রেহেনেওয়াজ জানান, প্রথমে মর্ডান হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযানে যাওয়া হয়। সেখানে কয়েকজন নার্সের কাগজপত্রে ত্রুটি দেখা গেছে। পরে  কুইন্স হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও ঢাকা থেকে পরিচালিত ইবনে সিনা হসপিটাল এন্ড ডায়োগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়।  এই দুই প্রতিষ্ঠানে ডিপ্লোমাধারী নার্স কর্মরত রয়েছেন। মডার্ণ হসপিটাল কর্তৃপক্ষকে সরকারের নিবন্ধনকৃত নার্সের উপস্থিতি নিশ্চিত করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, ভুয়া নার্স নির্মূল না হওয়া পর্যন্ত শহরের ক্লিনিকগুলোতে স্বাস্থ্য বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)