Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

প্রীতি ফুটবল ম্যাচে আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ বিজয়ী

এখন সময়: বুধবার, ১১ সেপ্টেম্বর , ২০২৪, ১২:২০:৪১ পিএম

 

নিজস্ব প্রতিবেদক: আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ এবং আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের যৌথ উদ্যোগে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে যশোর পুলেরহাটের আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ ক্যাম্পাসে এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলায় ১-০ গোলে বিজয়ী হয় মেডিকেল কলেজ একাদশ। মেডিকেল কলেজের পক্ষে একমাত্র গোলটি করেন উপাধ্যক্ষ অধ্যাপক ডা. সঞ্জয় সাহা। তিনি আধা ঘণ্টার খেলায় প্রথমার্ধের পাঁচ মিনিটের মাথায় গোলটি করেন। পরবর্তীতে ওয়েলফেয়ার সেন্টার একাদশ অনেকবার প্রতিপক্ষকে গোল দেয়ার জন্য আক্রমণে গেলেও ব্যর্থ হন। এসময় দর্শক গ্যালারিতে মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উল্লাসে ফেটে পড়েন।

খেলা শুরুর আগে নীল এবং সবুজ জার্সি গায়ে উভয় দল এবং আয়োজকরা ফটো সেশনে মিলিত হন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের উপদেষ্টা অধ্যাপক ডা. গোলাম মুক্তাদির। 

বিশেষ অতিথি ছিলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. গিয়াস উদ্দিন, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ইমদাদুল হক, অধ্যাপক ডা. এস এম আবু আহসান ও আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের পরিচালক ফজলুল হক। আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের বিভিন্ন বিভাগের শিক্ষক ছাত্রী, কর্মকর্তা কর্মচারীরা প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করেন।

এধরনের খেলার আয়োজন করায় আনন্দ প্রকাশ করে অনুভূতি ব্যক্ত করেন উভয় দলের খেলোয়াড় এবং ছাত্রীরা।

খেলায় রেফারি হিসেবে ছিলেন আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজের সেক্রেটারি সুব্রত বসাক এবং আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের কর্মকর্তা আশিকুর রহমান। খেলা শেষে সবাই ফটো সেশন করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)