Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ইউনিয়ন পরিষদে যেতে নিষেধ করায় বিপাকে আওয়ামী সমর্থিত চেয়ারম্যান ও  সদস্যরা

এখন সময়: বুধবার, ১১ সেপ্টেম্বর , ২০২৪, ১২:৪৩:১১ পিএম

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: কোটচাঁদপুর উপজেলাধীন ৫ ইউনিয়ন পরিষদের নির্বাচিত আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান ও সদস্যদের ইউনিয়ন পরিষদে বসতে নিষেধ করা হয়েছে। স্ব-স্ব ইউনিয়নের জামায়াত-বিএনপি’র নেতৃবৃন্দ সচিবদের মাধ্যমে এ নির্দেশনা দিয়েছেন। এদিকে ১ নম্বর সাফদারপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নানের অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। ৫ ইউনিয়নের চেয়ারম্যান ও সচিবরা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

২০২২ সালের ৪ জানুয়ারি ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিজয়ী হয়ে চেয়ারম্যান ও সদস্যরা দায়িত্বভার গ্রহণ করেন। গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান ও সদস্যরা পরিষদের স্বাভাবিক কার্যক্রম চালাতে পারছেন না। নতুন করে পরিষদে না যাওয়ার নির্দেশনা দেয়ায় এলাকার সাধারণ মানুষ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। অফিস কক্ষে তালা ঝুলানোর বিষয়ে ১ নম্বর সাফদারপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি তা অস্বীকার করেন। তবে সচিব নাসরিন খাতুনের সাথে কথা হলে তিনি জানান, মঙ্গলবার দুপুরে নেতৃবৃন্দ চেয়ারম্যানের অফিসকক্ষে তালা লাগিয়ে চাবি তার কাছে দিয়ে গেছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)