শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : শ্রীপুরে পরিত্যক্ত অবস্থায় দু’টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের চাকদাহ গ্রামের চাকদাহ-নবগ্রাম সড়কের পাশ থেকে অস্ত্র দু’টি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার গয়েশপুর ইউনিয়নের চাকদাহ গ্রামের তুহিন কাজীর সারের গোডাউনের সামনের সড়কের পাশে একটি সাদা শপিং ব্যাগের ভিতরে পিস্তল সাদৃশ্য দু’টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। যার মধ্যে একটি পিস্তল ও একটি ওয়ান শ্যুটার গান রয়েছে।
শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম জানান, ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সরকারের লাইসেন্স দেয়া সকল অস্ত্র জমা দেয়ার জন্য সরকারের পক্ষ থেকে একটি নির্দেশনা দেয়া হয়। গত ৩ সেপ্টেম্বর অস্ত্র জমা দেয়ার শেষ দিন ছিল। ৪ সেপ্টেম্বর থেকে পুলিশ ও যৌথ বাহিনীর অভিযান শুরু হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে পরিত্যক্ত অবস্থায় দু’টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।