Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আশাশুনিতে বেড়িবাঁধের নির্মাণ কাজ নিয়ে মতবিনিময়

এখন সময়: বুধবার, ১১ সেপ্টেম্বর , ২০২৪, ১২:০৮:৪৮ পিএম

 

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি সদরের দয়ারঘাটে পানি উন্নয়ন বোর্ডের ৪ নম্বর পোল্ডারে খোলপেটুয়া নদীর ভাঙন কবলিত বেড়িবাঁধ এর নির্মাণ কাজ পুনরায় শুরুর লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে দয়ারঘাট বাজারে স্থানীয় নেতৃবৃন্দের সাথে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জাইকার অর্থায়নে বাঁধের ১২৭০ মিটার পুনঃ নির্মাণ কাজ ২১ কোটি ৯২ লাখ ৯০ হাজার ১৫০ টাকা বরাদ্দে ঠিকাদারী প্রতিষ্ঠান এনটি-এমএলটি-জেভি কাজটি পেয়েছে। ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট ইনহ্যাসমেন্ট প্রকল্পের আওতায় চট্টগ্রাম বিজকল লিমিটেড কাজটি বাস্তবায়ন করছে। গত ২০২৩ সালের ১৫ জানুয়ারি কাজ শুরু করা হয় এবং ২০২৪ সালের ৩১ মে মধ্যে কাজ শেষ করার কথা ছিল। মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও কাজ শেষ করতে পারেনি ঠিকাদারী প্রতিষ্ঠান। কাজের অগ্রগতি হতাশাজনক। কাজের জন্য ব্লক তৈরির কাজও অর্ধেক হয়নি। ব্লকের কাজে অনিয়ম, মালামাল পরিবহনকালে সড়ক ক্ষতিগ্রস্ত করা এবং শ্রমিকদের পাওনা পরিশোধ না করা, দুর্ব্যবহারসহ বিভিন্ন অভিযোগে স্থানীয়রা কাজ বন্ধ করে দেন। ফলে অভিযোগ শ্রবণ, অনিয়মের প্রতিকার ও

কাজ পুনরায় শুরু করার লক্ষ্যে পানি উন্নয়ন বোর্ড এর কর্মকর্তাবৃন্দ বিষয়টি নিয়ে মতবিনিময় করতে বুধবার (৫ সেপ্টেম্বর) আশাশুনিতে গমন করেন। মতবিনিময় কালে বক্তব্য রাখেন, নির্বাহী প্রকৌশলী পাউবো ২ মনিরুল ইসলাম, উপ বিভাগীয় প্রকৌশলী রাশিদুল ইসলাম, জাইকার কনসাল্ট্যান্ট প্রকৌশলী মইনুল ইসলাম, প্রজেক্ট ইঞ্জিনিয়ার রাশেদ ইসলাম, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, যুবদলের আহবায়ক শরিফুল আহসান টোকন, সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, যুগ্ম আহবায়ক সাদিক আনোয়ার ছোট, যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান, রবিউল ইসলাম রুমি প্রমুখ।

বক্তারা কাজের নানা অনিয়ম, সড়কের ক্ষয়ক্ষতি, শ্রমিকদের পাওনা টাকা না দেয়াসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরে এর প্রতিকারের দাবি জানিয়ে দ্রুত কাজ শুরুর কথা উত্থাপন করেন।

অপর দিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-২ মনিরুল ইসলাম মানিকখালী চরগ্রামে মরিচ্চাপ নদীর বেড়িবাঁধ পরিদর্শন করেন। এসময় উপ বিভাগীয় প্রকৌশলী রাশিদুল ইসলাম, আশাশুনি উপজেলা নির্বাহী, অফিসার কৃষ্ণা রায়, উপজেলা জামাতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার প্রমুখ উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)