Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর কোতয়ালি থানার সাবেক ওসি তদন্ত বাসারের বিরুদ্ধে মামলা

এখন সময়: বুধবার, ১১ সেপ্টেম্বর , ২০২৪, ১২:১৩:১৭ পিএম

 

নিজস্ব প্রতিবেদক: যশোর কোতয়ালি থানার সাবেক ওসি (তদন্ত) আবুল বাসারের বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও নির্যাতনের অভিযোগে আদালতে মামলা হয়েছে। বুধবার সদরের মানিকদিহি গ্রামের আব্দুস সালাম এ মামলা করেছেন। সিনিয়র জুডিসয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ অভিযোগে তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী মাসুদুর রহমান।

মামলার অভিযোগে জানা গেছে, আব্দুস সালাম পেশায় একজন চালকল মালিক ও বিএনপির যশোর জেলা কমিটির সদস্য। ২০১৮ সালের ১৩ মার্চ একটি মামলায় কোতোয়ালি থানার তৎকালীন ওসি (তদন্ত) আবুল বাসার তাকে আটক করেন। এ সময় ছেড়ে দেয়ার শর্তে তার ভাই বুলবুল আহম্মেদের কাছে ২ লাখ টাকা ঘুষ দাবি করেন তিনি। অন্যথায় তাকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেয়া হয়। ফলে বাধ্য হয়ে তার পরিবার ২ লাখ টাকা দেন আবুল বাসারকে। আব্দুস সালামকে তিনি ছেড়ে না দিয়ে একটি মামলায় আদালতে চালান দেন। পরে তাকে রিমান্ডে এনে শারীরিক নির্যাতন করেন ওই পুলিশ কর্মকর্তা। আসামি প্রভাবশালী হওয়ায় তখন মামলা করা সম্ভব হয়নি। বর্তমানে পরিবেশ অনুকূলে আসায় তিনি আদালতে এ মামলা করেছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)