খাজুরা (যশোর) প্রতিনিধি : দলের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি, লুটপাট ও সন্ত্রাসী কার্যকলাপ করলে তাকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী কৃষকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব। তিনি বলেন, কেউ চাঁদা চাইলে ও সন্ত্রাসী কার্যক্রম করলে তাকে বেঁধে রেখে আমাকে খবর দেবেন।
মঙ্গলবার বাঘারপাড়া উপজেলার বারীনগর ভাটার আমতলা বাজারে বিএনপির আঞ্চলিক অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় টিএস আইয়ূব এসব কথা বলেন। নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, শক্তি কিংবা ভয় নয়, ভালেবাসা দিয়ে সবার মন জয় করতে হবে। ভালোবাসার চেয়ে বড় শক্তি কিছুই নেই।
এদিন বেলা ১১টায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে করে অফিস উদ্বোধন করেন টিএস আইয়ূব। এর আগে বন্দবিলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ওয়ার্ড সভাপতি পল্লী চিকিৎসক হাশেম আলী। বিশেষ অতিথি ছিলেন, বাঘারপাড়া পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই মনা, উপজেলা আহবায়ক শামছুর রহমান, যুগ্ম আহবায়ক মশিয়ার রহমান ও সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সিদ্দিকী। কেন্দ্রীয় কৃষকদলের সদস্য অ্যাড. শিহাবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা বিএনপির য্গ্মু আহবায়ক হাফিজুর রহমান, পৌর সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, বন্দবিলা ইউনিয়নের আহবায়ক মনিরুজ্জামান তপন, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান টিটো ও মোজাফ্ফর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ভুট্রো। এ সময় পৌর ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দাউদ হোসেন, রায়পুর ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম সৌদি, বিএনপি নেতা নাজমুল আল মামুন, ইদ্রিস শেখ ও শওকত হোসেন, যুবদল নেতা আলমগীর হোসেন, জিয়াউর রহমান, গোলাম রসুল, জাহিদুল ইসলাম সোহাগসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অফিস উদ্বোধন শেষে ছাত্রজনতা ও দলীয় আন্দোলনে শহিদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়। দুপুরে বন্দবিলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ভূট্রোর ভাই শহিদ শাহিনসহ স্থানীয় তিন কর্মীর কবর জিয়ারত করেন, কেন্দ্রীয় সিনিয়র নেতা ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব।