ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : খুলনার ডুমুরিয়ায় শনিবার বেলা ১১টায় সাহিত্য সংস্কৃতি পরিষদ গাঙচিলের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গাঙচিল শাহপুর শাখার সভাপতি অধ্যাপক আব্দুল হান্নানের সভাপতিত্বে শাহপুর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন গাঙচিল শাহপুর শাখার নির্বাহী সভাপতি সাংবাদিক আনোয়ার হোসেন আকুঞ্জী, ডা. আশরাফ আলী গোলদার, গোলাম মোস্তফা সাগর, কবি সুমন বিপ্লব, কবি নূরুজ্জামান, কাজি অর্ণব হাসান, আজিজুল ইসলাম, জেসমিন আক্তার, সাহারা মিমি প্রমুখ।
আলোচনা শেষে গাঙচিলের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন এবং সংগঠনের দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করেন আনোয়ার হোসেন আকুঞ্জি। সবশেষে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।