ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। রোববার সকালে ঢাকা সেনা নিবাসের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত ২৭ আগস্ট খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া আওয়ামী অফিসের সামনে দুর্ঘটনার শিকার হন তিনি। সেনা সদস্য সুমন মোড়ল ডুমুরিয়ার কাপালিডাঙ্গা গ্রামের নাজমুল মোড়লের ছেলে। সবেমাত্র বিয়ে হয়েছিলো তার।
জানা যায়, ছুটিতে বাড়ি এসে তিনি বাড়ি থেকে মোটর সাইকেলযোগে মিকশিমিল যাচ্ছিলেন। পথিমধ্যে আওয়ামী লীগ অফিসের সামনে একটি (খুলনা মেট্রো জ-১১-০০৮৩) বাসের সাথে দুর্ঘটনার শিকার হন সেনা সদস্য সুমন মোড়ল। সেখান থেকে তাকে উদ্ধার করে ডুমুরিয়া এবং পরে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সুমনকে ঢাকা সেনানিবাসে হাসপাতালে ভর্তি করা হয়।