শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি : বেসরকারি সংস্থা কারিতাস খুলনা রিজিউন এর আয়োজনে ক্যাফড’র অর্থায়নে শ্যামনগরে ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ সেপ্টেম্বর সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক। অনুষ্ঠানের শুরুতে আলোচ্য বিষয়ের উপর বিস্তারিত বক্তব্য রাখেন কারিতাস প্রজেক্ট অফিসার এড্রিকো মন্ডল। এনজিও সমন্বয়ক সাংবাদিক গাজী আল ইমরানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আরিফুল হক, ওসি তদন্ত আইজুর রহমান প্রমুখ। এসময় সরকারি, বে-সরকারি সংস্থার প্রতিনিধি, ইউপি সদস্য ও সংস্থার ইউনিয়ন প্রতিনিধিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।