Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

দাকোপে আকস্মিক ভাঙনে অর্ধশত পরিবারের বসতভিটে নদী গর্ভে

এখন সময়: বুধবার, ১১ ডিসেম্বর , ২০২৪, ০৯:৩৫:৪১ পিএম

 

আজগর হোসেন ছাব্বির, দাকোপ: দাকোপে ভাঙনের কবলে অর্ধশত পরিবারের বসত ভিটে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ঠিকানাহারা পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর রাত থেকে হঠাৎ ভাঙন দেখা দেয়  দেয়। আতঙ্কিত মানুষের ডাক চিৎকারে সকলের ঘুম ভেঙে যায়। মুহূর্তের মধ্যে চোখের সামনে বসত ভিটে কালাবগী সুতারখালী নদী গর্ভে বিলীন হতে দেখে কান্নায় ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। এর মধ্যে অন্তত ৭/৮ পরিবার তাদের পরনে থাকা বস্ত্র ব্যতিত গৃহস্থলির কোন মালামাল রক্ষা করতে পারেনি বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে পানি উন্নয়ন বোর্ডের ৩২ নম্বর পোল্ডারের অধীন দাকোপের কালাবগী ৯ নম্বর ওয়ার্ডে। কালাবগী বৃহস্পতি বাজার হতে ফরেস্ট অফিসের বিপরীত পাড় পর্যন্ত থাকা জনবসতি পড়ে এই ভাঙনের কবলে। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবার গুলি বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত বেড়িবাঁধের উপর খোলা আকাশের নীচে অত্যন্ত মানবেতর জীবন কাটাচ্ছে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য নিমাই মন্ডল জানান, সকালে এ সংবাদে ইউপি চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান ক্ষতিগ্রস্ত এলাকা ও পরিবার গুলোর অবস্থা দেখে গেছেন। এর বাইরে অন্য কোন সরকারি পর্যায়ের প্রতিনিধি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেনি।

উপজেলা নির্বাহী অফিসার আসমত হোসেন জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা ও তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাদের যথাযথ সহায়তা দিয়ে পুনর্বাসন করা হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)