Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাদক ও ঘুষ দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকার  প্রত্যয় ব্যক্ত কেএমপি নবাগত কমিশনারের

এখন সময়: শনিবার, ১২ অক্টোবর , ২০২৪, ০৯:৩৭:৫৮ পিএম

 

খুলনা প্রতিনিধি: খুলনা মেট্রোপলিটন পুলিশ-কেএমপির নতুন কমিশনার মো. জুলফিকার আলী হায়দার বলেছেন, অবৈধ অস্ত্র জমা দেয়ার জন্য নির্দিষ্ট সময় পার হলেও অনেকেই অস্ত্র জমা দেয়নি। তাই এগুলো অবৈধ অস্ত্র হিসেবে বিবেচিত হবে এবং উদ্ধারে তৎপর থাকবে কেএমপি। মাদকের বেশ কয়েকটি স্থান ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে সেগুলোতে একে একে আমরা অভিযান পরিচালনা করা হবে। বৃহস্পতিবার দুপুরে কেএমপির সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন-কেএমপির কমিশনার জুলফিকার আলী হায়দার।

এ সময় তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে যারা পুলিশ আইনের বাইরে গিয়ে বিভিন্ন কার্যকলাপ করেছে সেগুলো খতিয়ে দেখা হবে।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা আমাদের চোখ, যে কোন বিষয়ে তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। নিজে কোন বদলি বাণিজ্য করবেন না এবং কোন ধরনের বদলি বাণিজ্য কেএমপিতে তিনি হতে দেবেন না। এছাড়া দুর্গাপূজা আইন শৃঙ্খলা রক্ষাসহ নানা বিষয়ে পরিকল্পনার কথা জানান তিনি।

মতবিনিময়কালে কেএমপির অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জুলফিকার আলী হায়দার গত ৭ সেপ্টেম্বর কেএমপি ৩৯তম কমিশনার হিসেবে যোগদান করেন।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)