মাগুরা প্রতিনিধি : মাগুরা টেনিস ক্লাবের সভাপতি মাগুরায় সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মিনা মাহমুদা বিপিএমকে মাগুরা টেনিস ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। একই সাথে টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক সাইদুর রহমান ও টেনিস ক্লাবের সদস্য শফিকুল ইসলাম শফিক মাগুরা প্রেসকা¬বের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাদেরকেও সংবর্ধনা দেয়া হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় টেনিস গ্রাউন্ডে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা টেনিস ক্লাবের সহসভাপতি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি মাগুরায় সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মিনা মাহমুদা বিপিএম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাগুরা টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক সাইদুর রহমান। এছাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, টেনিস ক্লাবের সদস্য অধ্যাপক কাজী সঞ্জয় জামান, সহযোগী অধ্যাপক কাজী শামছুজ্জামান কল্লোল, অ্যাড. সিরাজুল আসেকিন সাজুক, সিরাজুস সায়েফিন সাঈফ অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক কাজী আসিক রহমান প্রমুখ বক্তব্য রাখেন।