শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য খোর্দ্দরহুয়া গ্রামের আব্দুল হাই জোয়ার্দার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শনিবার সন্ধ্যা ৭ টার দিকে ষ্ট্রোকজনিত কারণে ঢাকা হার্ট ফাউন্ডেশনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি চার ছেলে, স্ত্রী, নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার সকালে প্রথমে ক্যাপ্টেন হাসনাতের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস দল এবং পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন শরীফ গার্ড অব অনার প্রদান করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার সকাল ১১ টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।