শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি : ইউএস এইডের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে এস ডি আর আর প্রকল্পের আওতায় শ্যামনগর উপজেলা পরিষদের স্থানীয় সংস্থাগুলোর এরিয়া বেস্ট কোঅর্ডিনেশন মডেলের নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণকে শক্তিশালী করণে সহায়তা প্রদানের জন্য উপজেলা পরিষদের হলরুমে মঙ্গলবার উপজেলা পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সংস্থাগুলার প্রতিনিধি, ইয়ুথ ক্লাবের প্রতিনিধিদের জন্য প্রশিক্ষণে এলাকা ভিত্তিক সমন্বয় কাঠামোর উপর বিস্তারিত আলোচনা করা হয়। সমন্বয় সভাটির শুভ উদ্বোধন করেন শ্যামনগর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা: সঞ্জীব দাস। প্রশিক্ষক ছিলেন শ্যামনগর উপজেলার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম। প্রশিক্ষণটির সার্বিক পরিচালনা করেন ওয়ার্ল্ড ভিশন এস ডি আর আর প্রকল্পের প্রকল্প কর্মকর্তা দীপঙ্কর সাহা।