Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ভারতে রপ্তানির খবরে যশোরের বাজারে ইলিশের দাম বেড়েছে

এখন সময়: শনিবার, ৫ অক্টোবর , ২০২৪, ০৩:৪১:৫৯ এম

নিজস্ব প্রতিবেদক : ভারতে ইলিশ রপ্তানির খবরে যশোরের বাজারে ইলিশের বাজারে কেজিতে দাম বেড়েছে ২০০-৩০০ টাকা। ফলে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরেই থেকে যাচ্ছে সুস্বাদু এই মাছ। এতে করে ক্ষোভ বেড়েছে মানুষের মধ্যে।
মৌসুম জুড়েই ইলিশের বাজার চড়া। তবে উর্ধ্বমুখী ইলিশের দামের পালে হাওয়া লেগেছে ভারতে রপ্তানির ঘোষণায়। ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির ঘোষণার পর যশোর শহরের বড় বাজারে বেড়ে যায় দাম।
ইলিশ ব্যবসায়ী সুকুমার দাশ বলেন, ‘ইলিশের মৌসুম প্রায় শেষের পথে। বাজারে ইলিশ কম। এই মৌসুমের আর যে কদিন আছে, ইলিশের দাম কমার সম্ভাবনা নেই। ভারতে ইলিশ রপ্তানির খবরে দাম আরও বেড়ে গেছে। বর্তমানে এককেজি ওজনের ইলিশ ১৭০০-১৮০০ টাকায় বিক্রি হচ্ছে। যা আগে ছিল ১৪০০-১৬০০ টাকা পর্যন্ত।’
শহরের বেজপাড়া এলাকার রবিউল ইসলাম জানান, আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। যা বেতন পাই তা দিয়ে চলতে কষ্ট হয়। তারপরও পরিবারের দাবির কারণে গত কয়েকদিন বাজারে এসেও ইলিশ মাছ কিনতে পারলাম না। আমাদের দেশের মাছ এতো দাম হলে কিভাবে মধ্যবিত্ত ও দরিদ্র মানুষ কিনবে।
মাছ বিক্রেতা শওকাত হোসেন বলেন, ভারতে রপ্তানি শুরু হওয়ায় কেজিতে দাম আরও ১০০-২০০ টাকা বেড়েছে। সরবরাহ না বাড়লে চলতি বছর ইলিশের দাম কমার আর সম্ভাবনা নেই বললেই চলে।
বেনাপোল ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার মাহবুবুর রহমান বলেন, আগামী ২৫ অথবা ২৬ সেপ্টেম্বর থেকে ইলিশ মাছ ভারতে রফতানি শুরু হতে পারে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)