Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

এখন সময়: শনিবার, ৫ অক্টোবর , ২০২৪, ০২:৪৯:০৬ এম

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে বিশ্বের বৃহত্তম ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে আশাশুনি উপজেলা চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, সহকারী প্রশাসনিক কর্মকর্তা এ কে এম মাহবুবুল হক, অফিস সহকারী সোলাইমান হোসেন, ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসুচি (আইডিপি-কোস্ট) এর আশাশুনি উপজেলা ম্যানেজার আছাদুল ইসলাম, ব্র্যাঞ্চ ম্যানেজার দাবি প্রবাল কুমার বিশ্বাস, ব্র্যাঞ্চ ম্যানেজার বিসিইউপি মন্জুয়ারা খাতুন, প্রোগ্রাম অর্গানাইজার দাবি মিঠুন মন্ডল প্রমুখ।

উল্লেখ্য, ব্র্যাকের উদ্যোগে আয়োজিত এ বৃক্ষরোপণ কর্মসূচিতে উপজেলা চত্বর ও মানিকখালী ব্রিজ থেকে শুরু করে ব্র্যাক অফিস সংলগ্ন সদর ইউনিয়নের দুর্গাপুর স্কুল পর্যন্ত ১০০০টি কদবেল গাছ, ১০টি বকুল ফুল গাছ, এবং ১০টি কৃষ্ণচূড়া গাছসহ বিভিন্ন ফুলের চারা রোপণ করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)