নড়াইল প্রতিনিধি: দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে তিনদিনের অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট শুরু করেছে নড়াইলের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রিধারীরা। মঙ্গলবার সকাল থেকে তারা কর্মবিরতি দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট শুরু করেছেন। বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের আয়োজনে এ কর্মসূচি চলবে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত।
কর্মসূচিতে জেলা প্রশাসকের কার্যালয়ের জহিরুল ইসলাম ও হাবিবুর রহমান, জেলা সড়ক ও জনপথ অধিদপ্তরের আব্দুল্লাহ আল মামুন, পানি উন্নয়ন বোর্ডের মিজানুর রহমান ও আশরাফুল ইসলাম, সদর উপজেলা ভূমি অফিসের মোয়াজ্জেম হোসেন, কালিয়া উপজেলা ভূমি অফিসের বাবুল আক্তারসহ বিভিন্ন দপ্তরে কর্মরত সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা অংশ নেন।