Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বৈষম্য নিরসনে কালিগঞ্জে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন, স্মারকলিপি

এখন সময়: শনিবার, ২ নভেম্বর , ২০২৪, ০৫:০২:৪১ এম

 

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি  : শতভাগ পদোন্নতিসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড ও প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কালিগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা পরিষদ চত্বরে বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

 এ সময় বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কালিগঞ্জ উপজেলা  সভাপতি এস এম গোলাম রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক পরিমল কুমার ঘোষ, মোঃ আল আমীন, ফেরদৌস আলম, সহকারী শিক্ষক শাহীনা আক্তার, সেলিম রেজা, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আমীর হোসেন মিঠু, ফারুকুজ্জামান, খায়রুল আলম প্রমুখ।

দাবি বাস্তবায়নের  নেতৃবৃন্দ অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা মহোদয়ের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। 

স্মারকলিপি প্রদান ও মানববন্ধন অনুষ্ঠানে প্রধান শিক্ষক সমিতি, সহকারী শিক্ষক সমিতি, সহকারী শিক্ষক সমাজ, সহকারী শিক্ষক ফাউন্ডেশনের নেতৃবৃন্দসহ শিক্ষকরা অংশগ্রহণ করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)