শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরের আটুলিয়ার বয়ারসিং বিশ্বাস বাড়ি মন্দিরে শারদীয় দুর্গাপূজা উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সনাতন ধর্মলম্বীদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের মতবিনিময় শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়।
মন্দির কমিটি বিভিন্ন সমস্যার কারণে বর্তমানে রাজনৈতিক পরিস্থিতির আলোকে স্থানীয়রা শারদীয় দুর্গাপূজা উদযাপন না করার সিদ্ধান্ত নেন। বুধবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা কার্যালয়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা, সাবেক জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।
সভায় তাৎক্ষণিক তিনি উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে সনাতন ধর্মাবলম্বীদের নেতাদের নিয়ে মন্দির প্রাঙ্গণে নেতাদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেন।
দুর্গাপূজা উদযাপনে সমস্যা গুলো চিহ্নিত করে দ্রুত সমাধান কল্পে জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম মোবাইলের মাধ্যমে ইউএনও ও বিদ্যুৎ বিভাগের কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। এ ছাড়া জামায়াতের পক্ষ থেকে আর্থিক সহায়তায় প্রদান করা হয় এবং সর্বাত্মক সহায়তার আশ্বাস প্রদান করা হয়। মতবিনিময়ে সকলের সর্বসম্মতিক্রমে শারদীয় দুর্গাপূজা উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।