Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ডুমুরিয়ায় বন্যাদুর্গতের পাশে নড়াইল ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলের ৮৫ বন্ধু সংগঠন

এখন সময়: শনিবার, ১২ জুলাই , ২০২৫, ০২:১৮:৩২ পিএম

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : খুলনার ডুমুরিয়ায় বন্যাদুর্গত মানুষকে আর্থিক সহায়তা দিতে হাত বাড়িয়েছে নড়াইল ভিক্টোরিয়া কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের ৮৫’ এসএসসি ব্যাচের বন্ধু সংগঠন। শুক্রবার সকাল থেকে দিনভর সিংগা, বিলপাটেলা ও খলসী এলাকায় পানিবন্দি ৫৮টি পরিবারের মাঝে ১ থেকে ৩ হাজার টাকা করে মোট ১লাখ ২৮ হাজার টাকা আর্থিক সহায়তা দেয় সংগঠনটি।
ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর আমন্ত্রণে সংগঠনটি বন্যাদুর্গত মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে ৮৫ ব্যাচের অন্যতম সদস্য ঢাকাস্থ প্রাণ কোম্পানীর সিও আনিচুর রহমান বলেন, ‘আমরা যারা নড়াইল ভিক্টোরিয়া কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৮৫’ ব্যাচের বন্ধু রয়েছি তাদের মধ্যে অনেকেই দেশে বা বিদেশে চাকুরি করছেন। আমরা মানুষের পাশে থেকে ভালো কিছু করতে চাই। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কি কষ্ট তা এসেই উপলব্ধি করেছি। শুধু পত্র-পত্রিকায় দেখি আজ বাস্তবে দেখলাম।’
ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলের ৮৫’ বন্ধু সংগঠনের সদস্যদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন জানান, ‘ফান্ড কালেকশনের মাধ্যমে ডুমুরিয়ার বন্যাকবলিত মানুষের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলের ৮৫’ বন্ধু সংগঠনটি। এছাড়া সরকারিভাবেও আমরা ত্রাণ বিতরণ অব্যহত রেখেছি। দ্রুত পানি নিষ্কাশনের জন্যও কাজ করছি। আশাকরি এ বিপদ থেকে মানুষ তাড়াতাড়ি মুক্তি পাবে।’ এসময় উপস্থিত ছিলেন এসডাবিøইএসি স্কুলের প্রধান শিক্ষক মোর্শেদ বিল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, প্রকৌশলী মোঃ রাসেল আহম্দে, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য মোল্যা আবুল কাশেম, গাজী মাসুদ রানা, মোঃ দেলোয়ার হোসেন, দিলীপ কুমার গাইন প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)