শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরার আজিজ হত্যা মামলার বাদীকে হুমকি দেয়ার অভিযোগে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার শ্যামনগর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন মৃত শেখ আব্দুল আজিজের কন্যা আজমুন নাহার কুইন।
লিখিত বক্তব্যে আজমুন নাহার কুইন জানান, শ্যামনগরে পল্লী চিকিৎসক তার পিতা শেখ আব্দুল আজিজ হত্যা মামলার বাদি হওয়ায় তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে পলাতক আসামিরা। অজ্ঞাত স্থান থেকে মোবাইলে হুমকি দিচ্ছেন। এ ঘটনায় জীবনের নিরাপত্তহীনতার কথা জানিয়ে আজমুন নাহার শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি করেছেন।