ক্রীড়া প্রতিবেদক: যশোরে ৫১তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সদর উপজেলা পর্যায়ের আজ (মঙ্গলবার) সমাপনী। তিন দিনব্যাপী প্রতিযোগিতার সমাপনী হবে মিউনিসিপ্যাল প্রিপারেটরী স্কুল মাঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা। সভাপতিত্ব করবেন যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার। এদিকে, সোমবার দ্বিতীয় দিনে দাবা ও সাঁতার প্রতিযোগিতা হয়েছে। বালিকা দাবা (বড়) ও (মধ্যম) যশোর কালেক্টরেট স্কুল এবং বালক দাবা (বড়) ও (মধ্যম) পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়। ১০০ মিটার মুক্ত সাঁতার (বালিকা ছোট) প্রথম সুমাইয়া খাতুন, ৫০ মিটার চিত সাঁতারে প্রথম নিলুফা আক্তার ও দ্বিতীয় সুমাইয়া খাতুন। ১০০ মিটার মুক্ত সাঁতার (বালিকা বড়) প্রথম সেবা খাতুন ও দ্বিতীয় মুগ্ধ বিশ^াস, ১০০ মিটার চিত সাঁতারে প্রথম স্নেহা খাতুন ও দ্বিতীয় মার্গারেট মুগ্ধ বিশ^াস, ১০০ মিটার বুক সাঁতার প্রথম স্নেহা খাতুন। ১০০ মিটার মুক্ত সাঁতার (বালক ছোট) প্রথম ছাবিত হোসেন ও দ্বিতীয় মামুন হোসেন, ৫০ মিটার চিত সাঁতারে প্রথম ছাবিত হোসেন ও দ্বিতীয় মামুন হোসেন, ৫০ মিটার মিটার বুক সাঁতারে প্রথম ছাবিত হোসেন ও দ্বিতীয় হিরালাল বাছাড়, ৫০মিটার প্রজাপতি সাঁতারে প্রথম নাঈম সার্থক ও দ্বিতীয় ইবাদুল ইসলাম। ১০০ মিটার মুক্ত সাঁতার (বালক বড়) প্রথম শাহীনুর ইসলাম ও দ্বিতীয় রমজান আলী, ২০০ মিটার মুক্ত সাঁতার প্রথম তামিম হোসেন ও দ্বিতীয় মাহিন হোসেন, ১০০ মিটার চিত সাঁতার প্রথম শিমন হোসেন ও দ্বিতীয় সাজ্জাদ ইসলাম, ১০০ মিটার বুক সাঁতার প্রথম শাহীনুর ইসলাম ও দ্বিতীয় তানভীর হাসান, ১০০ মিটার প্রজাপতি সাঁতার প্রথম শাহীনুর ইসলাম ও দ্বিতীয় মাহিন হোসেন। আগামী ১৪ থেকে ১৬ অক্টোবর তিন দিনব্যাপী হবে জেলা পর্যায়ের খেলা। উপ-অঞ্চল পর্যায়ে হবে ১৮ থেকে ২০ অক্টোবর, অঞ্চল পর্যায়ে হবে ২২ থেকে ২৪ অক্টোবর এবং ২৬ থেকে ৩০ অক্টোবর হবে জাতীয় পর্যায়ের খেলা।