ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : ‘কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’- প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটের ফকিরহাটে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১১ অক্টোবর) ফকিরহাটের শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বেলা ১১টায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রিসোর্স ডেভোলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ) এর আয়োজনে এবং ইউএস-এইড, উইনরক ইন্টারন্যাশনালের আর্থিক ও কারিগরি সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক মো. খায়রুল বাসার। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি খান মাহমুদ আরিফুল হক। প্রধান আলোচক ছিলেন উইনরক ইন্টারন্যাশনালের আঞ্চলিক সমন্বয়কারী মো. ইকবাল হাসান। বিশেষ অতিথি ছিলেন শিরীন হক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক মো. শামীম ঢালী, সেখ শহিদুল ইসলাম, শেখ আব্দুল্লাহ সিদ্দিকী, সমাজকর্মী ও জয়িতা পদকপ্রাপ্ত সোনিয়া আক্তার কারীমা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আরডিএফের বাগেরহাট জেলা সমন্বয়কারী সামসুন নাহার।
অনুষ্ঠানে শিরীণ হক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।